বিমান ভ্রমণে ওয়েব চেক-ইন কি ?

 

আন্তজাতিক ফ্লাইটের ৩ ঘন্টা এবং অভ্যন্তরীণ ফ্লাইটের ১ ঘন্টা আগে বিমানবন্দরের বিমান কাউন্টারে রিপোর্ট করা প্রচলিত নিয়ম। তবে দীর্ঘ জ্যাম এর রাস্তা অতিক্রম বা বিমানবন্দরে ফ্লাইট চেক-ইন এর দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকার সময়টা চাইলেই আপনি কিছুটা বাঁচিয়ে নিতে পারেন । আপনি চাইলে অনলাইনে চেক-ইন এর কাজটি সেরে নিতে পারেন আপনার বিমানের ওয়েবসাইট থেকে। তবে খেয়াল রাখবেন আপনার বিমান কোম্পানিটি অনলাইনে চেক-ইন এর সুযোগ রেখেছে কিনা। এতে আপনার অনেকটা সময় বেঁচে যাবে।

বাংলাদেশী বিমান কোম্পানিগুলোর মধ্যে নভো এয়ার প্রথম তার কাস্টমারদের জন্য ওয়েব চেক-ইন সুবিধা আনে।



Powered by Blogger.